Terms and Conditions (English Version)
Last Updated: 24-04-2025
Welcome to bigcollectionbd.com
By accessing or using our website, you agree to be bound by these Terms and Conditions. If you do not agree with any part of these terms, please do not use our website.
1. Use of Website
You must be at least 18 years old or have the permission of a guardian to use this website. You agree not to use this website for any unlawful purpose.
2. Intellectual Property
All content, logos, images, and texts are the property of bigcollectionbd.com unless otherwise stated. Unauthorized use is prohibited.
3. Product Descriptions
We try our best to ensure all product details are accurate. However, we do not guarantee that all product descriptions or prices are error-free.
4. Payment and Billing
All payments are processed securely. We do not store your card details. Any fraudulent transaction will be reported to the authorities.
5. Limitation of Liability
We are not liable for any damages that may occur through your use of our website or products.
6. Changes to Terms
We reserve the right to modify these terms at any time. Changes will be effective immediately upon posting on the website.
7. Contact Us
If you have any questions, please contact us at: admin@bigcollectionbd.com
ব্যবহারের শর্তাবলী (বাংলা ভার্সন)
সর্বশেষ হালনাগাদ: ২৪-০৪-২০২৫
স্বাগতম বিগ কালেকশন বিডি -এ!
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের ব্যবহারের শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। যদি আপনি কোনো শর্তে সম্মত না হন, অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।
১. ওয়েবসাইটের ব্যবহার
ওয়েবসাইট ব্যবহারের জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে অথবা অভিভাবকের অনুমতি থাকতে হবে। অবৈধ কোনো কাজে এই ওয়েবসাইট ব্যবহার করা যাবে না।
২. মেধাস্বত্ব
ওয়েবসাইটে থাকা সকল কন্টেন্ট, লোগো, ছবি ও লেখা আমাদের নিজস্ব সম্পদ। অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ।
৩. পণ্যের বিবরণ
আমরা চেষ্টা করি প্রতিটি পণ্যের বিবরণ সঠিকভাবে প্রদর্শন করতে। তবে ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক, এবং এজন্য আমরা দায়ী থাকবো না।
৪. পেমেন্ট ও বিলিং
সমস্ত পেমেন্ট নিরাপদভাবে সম্পন্ন হয়। আমরা আপনার কার্ডের তথ্য সংরক্ষণ করি না। কোনো প্রতারণামূলক লেনদেন ঘটলে কর্তৃপক্ষকে জানানো হবে।
৫. দায়সারা সীমাবদ্ধতা
ওয়েবসাইট বা পণ্য ব্যবহারে কোনো ক্ষতি হলে আমরা তার জন্য দায়ী থাকবো না।
৬. শর্তাবলীর পরিবর্তন
আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর হবে।
৭. যোগাযোগ
যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
WhatsApp: +8801747165308